
SPORTS LIFE TV : লজ্জার হার ভারত ‘এ’ মহিলা দলের। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ় ভাল যাচ্ছে না তাদের। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও অস্ট্রেলিয়া ‘এ’ মহিলা দলের কাছে হেরেছে তারা। এই ম্যাচে হারের ব্যবধান ১১৪ রান। মাত্র ৭৩ রানে অল আউট হয়ে গিয়েছেন শেফালি বর্মারা।
‘এ’ দলের ম্যাচ হওয়ায় প্রথম দলের অনেক খেলোয়াড় ছিলেন না। যেমন, হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধানা, জেমাইমা রগ্রিগেজ়, হরলীন দেওল, রিচা ঘোষ, দীপ্তি শর্মা। বোলিং আক্রমণেও বদল ছিল। দলের অধিনায়ক রাধা যাদব। অস্ট্রেলিয়ার দলেও অনেক প্রথম সারির খেলোয়াড় ছিলেন না। অ্যালিসা হিলি খেললেও অধিনায়ক ছিলেন নিকোল ফালটুম।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রান করে অস্ট্রেলিয়া ‘এ’। হিলি ৪৪ বলে ৭০ রান করেন। অপর ওপেনার টাহিলা উইলসন করেন ৪৩ রান। প্রেমা রাওয়াত ছাড়া ভারতের কোনও বোলার নজর কাড়েননি। অধিনায়ক রাধা ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন। প্রেমা ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ১ উইকেট। বাংলার তিতাস সাধু নতুন বলে শুরু করলেও ২ ওভারের বেশি বল করেননি। ১৮ রান দিয়েছেন তিনি। কোনও উইকেট পাননি।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার উমা ছেত্রী শূন্য রানে আউট হন। রিচা না খেলায় প্রথম একাদশে খেলেছেন উমা। পরের ওভারে ৩ রানের মাথায় ফেরেন শেফালি। এই দলে তিনিই সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। রান তাড়া করার দায়িত্ব তাঁর কাঁধে ছিল। কিন্তু আরও এক বার ব্যর্থ শেফালি। নিয়মিত উইকেট পড়ায় জুটি গড়তে পারেনি ভারত।
১১ জনের মধ্যে ভারতের দুই ব্যাটার দুই অঙ্কে পৌঁছেছেন। বৃন্দা দীনেশ ২১ ও শেষ দিকে মিন্নু মণি ২০ রান করেছেন। বাকি কেউ রান পাননি। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে ৩ ওভারে ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন কিম গার্থ। শেষ পর্যন্ত ১৫.১ ওভারে ৭৩ রানে অল আউট হয়ে যায় ভারত। ১১৪ রানে হারে তারা।
পর পর দু’ম্যাচ হেরে তিন ম্যাচের সিরিজ় খুইয়েছে ভারত। রবিবার সিরিজ়ের শেষ ম্যাচ। সেই ম্যাচের কোনও গুরুত্ব নেই। তবে সিরিজ়ে চুনকাম হওয়ার হাত থেকে বাঁচতে হলে রবিবার জিততে হবে শেফালিদের।
