
SPORTS LIFE TV : কন্যা সন্তানের বাবা হলেন বাংলাদেশ ক্রিকেট দলের অল রাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এটি তার দ্বিতীয় সন্তান। বৃহস্পতিবার (৪/৯/২০২৫) দুপুরে মিরাজের স্ত্রী রাবেয়া আক্তার প্রীতির কোলজুড়ে আসে তাদের দ্বিতীয় সন্তান।
পরবর্তীতে মিরাজ ফেসবুকে স্ট্যাটাস দিয়েও জানান, নতুন অতিথি আগমনের খবর, ‘‘আলহামদুলিল্লাহ। সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আজ দুপুরে আমাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবার কাছে আমাদের নবজাতকের জন্য দোয়া কামনা করছি।’’
এর আগে ২০২০ সালের ১০ অক্টোবর পুত্র সন্তানের বাবা হয়েছিলেন মিরাজ। ২০১৯ সালের মার্চে দীর্ঘদিনের প্রেমিকা প্রীতির সঙ্গে গাঁটছাড়া বাঁধেন জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার৷ সন্তান সম্ভাব্য স্ত্রীর পাশে থাকতে মিরাজ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে ছুটি নিয়েছিলেন।
ডাচদের বিপক্ষে না খেলায় তাকে এশিয়া কাপ টি-টোয়েন্টির দলেও রাখা হয়নি। এই মাসেই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ খেলবে সংযুক্ত আরব আমিরাতে। আন্তর্জাতিক ক্রিকেটে মিরাজ তখনই মাঠে ফিরবেন। এর আগে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে মিরাজকে মাঠে দেখা যাবে।